দাবানল প্রতিরোধে ‘ছাগল বাহিনী’ নিয়োগ দিল পর্তুগাল
লিসবন: দাবানল বা আগুন লাগলেই ছুটে যায় দমকল বাহিনী। তবে পর্তুগাল সরকার এ বিষয়ে নিয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ। দাবানল নিয়ন্ত্রণে ‘ছাগল বাহিনী’ নিয়োগ করেছে পর্তুগাল। বনভূমিতে দাবানল রুখতে ৩৭০টি ছাগল নিযুক্ত করেছে দেশটি। দেশের প্রায় একশো জন পশুপালকের কাছ থেকে এই ছাগলগুলো ভাড়া করা হয়েছে। পর্তুগালের পার্বত্য অঞ্চলের কোলে বেড়ে ওঠা জঙ্গল ও বনভূমিগুলোতে এসব ছাগল মনের সুখে ঘাস-পাতা খেয়ে বেড়াচ্ছে।
জানা গেছে, প্রতি বছর দাবানলে ধ্বংস হয়ে যায় পর্তুগালের অসংখ্য বনভূমি। মৃত্যুর কোলে ঢলে পড়ে বন্য পশুপাখি। আগুনে পুড়ে ছাই হয় অসংখ্য খামারবাড়ি ও শস্য মজুদ করার ছোট ছোট গুদাম। এটা নিয়ন্ত্রণের জন্য এবার গ্রীষ্মকালের অনেক আগেই সতর্কতা অবলম্বন করেছে পর্তুগাল প্রশাসন। আর দমকল বাহিনী নিয়োগের পরিবর্তে ছাগলদের একটা বড় বাহিনীকে নিয়োগ করেছে। এই ছাগল বাহিনীতে ইতোমধ্যে মোট ৩৭০টি ছাগল যুক্ত করা হয়েছে।
Goat brigades help battle Portugal’s deadly wildfires https://t.co/D47kbWYE4I pic.twitter.com/VMtjc12QKD
— AFP news agency (@AFP) 11 October 2018
পাইলট প্রকল্পের অংশ হিসেবে শুরুতে এরাই কথাও দাবানল লাগলে তা তাৎক্ষণিক প্রতিরোধ করবে। তারা মুহূর্তের মধ্যে দেশটির এক বন থেকে অন্য বনে ছড়িয়ে পড়বে এবং সেখানকার ছোট ঘাস-লতাপাতা সবকিছুই খেয়ে নেবে। ফলে দ্রততার সঙ্গে এ আগুন ছড়াতে পারবে না। এ প্রসঙ্গে পর্তুগালের প্রকৃতি ও বন সংরক্ষণ ইনস্টিটিউটের প্রধান অ্যান্তোনিও বোর্জেস বলছেন, এটা সবচেয়ে প্রাকৃতিক ও স্বল্প ব্যয়ী একটি পদ্ধতি।