করোনা আক্রান্ত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
পানাজি: করোনা আক্রান্ত হলেন আরও এক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এবার করোনা আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত৷ বুধবার সকালে নিজেই এই খবর জানিয়েছেন তিনি৷ প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন, তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে৷ তবে উপসর্গহীন হওয়ায় বাড়িতেই চিকিৎসা চলবে৷
টুইটে তিনি বলেন, শরীরে করোনার তেমন কোনও লক্ষণ নেই তাই হাসপাতালের বদলে বাড়িতে থেকেই চিকিৎসা চলবে৷ সুস্থ না হওয়া অবধি বাড়িতে বসেই কাজ করব৷ পাশাপাশি, এই কদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা টেস্ট করিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি৷
উল্লেখ্য, গোয়ায় সক্রিয় কেসের সংখ্যা চার হাজারের বেশি। এর আগে গোয়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক করোনায় আক্রান্ত হন। তাঁর করোনার প্রভাব অনেক তীব্র ছিল। তবে গোয়ার তরুণ মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের শরীরে সেই তুলনায় করোনার তেমন কোনও প্রভাব নেই। তাই তিনি বাড়িতেই থাকছেন। তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে।
প্রমোদ সাওয়ান্ত তৃতীয় বিজেপি মুখ্যমন্ত্রী যিনি আক্রান্ত হলেন করোনায়৷ এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা করোনা আক্রান্ত হন৷ এছাড়া মোদীর সরকারের মন্ত্রিসভার অমিত শাহ-সহ একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন৷


