‘এ দেশ ভালো না লাগলে, পাকিস্তানে চলে যাও’
মেরঠ: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল উত্তরপ্রদেশ প্রশাসন দমনমূলক পথ অবলম্বন করে বিক্ষোভকারীদের শায়েস্তা করেছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ উঠেছিল। যা নিয়ে গোটা দেশে তুমুল সমালোচনা শুরু হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন উঠল উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে।
এবার পুলিশের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ উঠল। পুলিশ সুপার অখিলেশ নারায়ণের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হিংসা চলাকালীন পুলিশ সুপার অখিলেশ নারায়ণ বলেন, যদি এ দেশে থাকতে ইচ্ছা না হয়, তাহলে চলে যাও। এখানে থাকবে, কিন্তু গুণগান গাইবে অন্য দেশের, এটা চলবে না! সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ফেজ টুপি পরা কয়েক জনকে ফের শাসিয়ে পুলিশ সুপার অখিলেশ নারায়ণ বলেন, গলির এক এক ঘর থেকে এক এক জনকে জেলে ভরব। শেষ করে দেব সবাইকে। তবে কেন তিনি এমন কথা বললেন, তা স্পষ্ট নয়।
পুলিশের তরফে বলা হয়েছে, বেশ কিছু দুষ্কৃতী ওই এলাকায় আছে, যারা পাকিস্তানের হয়ে নানা রকম বিবৃতি দিচ্ছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যেই ৪৯৮ জনকে চিহ্নিত করেছে, যাঁরা হিংসা ছড়িয়েছে। এছাড়া, গোটা রাজ্য থেকে হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।