Saturday, June 21, 2025
Latestআন্তর্জাতিক

পাক প্রধানমন্ত্রী ইমরানকে ক্ষমতাচ্যুত করতে ইসলামাবাদে ঢুকলো লাখো জনতার আজাদি মার্চ

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের আজাদি মার্চ ইসলামাবাদে প্রবেশ করেছে। করাচি থেকে শুরু হওয়া আজাদি মার্চ রাজধানী ইসলামাবাদ পৌঁছেছে। আজাদি মার্চ বা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা ফজলুর রহমান। বেনজির ভূট্টোর পিপিপি ও মুসলিম লীগ, নওয়াজ শরীফের মুসলিম লিগসহ বেশ কয়েকটি দল এই মিছিলে যোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। ইমরানবিরোধী ‘গো নিয়াজি গো’ স্লোগানসহ সরকারবিরোধী প্রচারণায় পুরো সড়ক পথ মুখরিত করে রেখেছেন আন্দোলনকারীরা। ২০১৮ সালের ২৫ জুলাইয়ের নির্বাচন প্রত্যাখ্যান ও দেশের অর্থনৈতিক অবনতির দায়ে ইমরান খানের সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

মাওলানা ফজলুর রহমান বলেন, আজাদি মার্চ এখন জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। এ বিষয়ে সবাই একমত যে বর্তমান সরকার একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এ ভুয়া সরকারকে দেশের জনগণ আর চায় না। তিনি ইমরান খানকে ‘পুতুল’ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন।

অন্যদিকে, ফজলুর রহমানের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তিনি বলেন, পাক নিরাপত্তা বাহিনী সব সময় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের পাশে থাকবে। মেজর জেনারেল গফুর বলেন, তারা সব সময় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের পাশে থাকবে।