চন্দ্রযান ২-এর জন্য ভারতকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী
ইসলামাবাদ: ভারতের চন্দ্রযান ২–এর অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী ফাওয়াদ হুসেন। তবে ইসরোর প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম। পাকিস্তান বিজ্ঞানমন্ত্রীর মতকে কার্যত উড়িয়ে দিয়ে পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা সালিম বলেন, ইসরোর প্রচেষ্টা প্রশংসনীয়।
নামিরা সালিম বলেন, চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ঐতিহাসিক প্রচেষ্টার জন্য আমি ভারত আর ইসরোকে শুভেচ্ছা জানাই। নামিরা জানান, এই অভিযান মহাকাশ গবেষণার ক্ষেত্রে সত্যিই একটা বিরাট পদক্ষেপ। তাঁর মতে, এই অভিযানে ভারত বা দক্ষিণ-পশ্চিম এশিয়াই নয়, লাভবান হবে গোটা বিশ্ব।
#NamiraSalim congratulates @isro @narendramodi on historic #Chandrayaan2 mission https://t.co/AovImRvB88
— Namira Salim (@namirasalim) September 7, 2019
প্রসঙ্গত, নাসাও ইসরোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। ইসরোর সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেছে নাসা। নামিরা আরও বলেন, আমার মনে হয়, মহাকাশে কোনও উন্নতি হলে সেটা কোনও দেশ বা অঞ্চলের উপর নির্ভর করে না। সেটা গোটা পৃথিবীর উন্নতি করে। কারণ, পৃথিবীর উপর আমরা বিভিন্ন দেশে বিভক্ত হলেও মহাকাশটা কিন্তু আমাদের সবার এক।
স্যার রিচার্ড ব্র্যানসনস ভার্জিন গ্যালাকটিক স্পেসলাইন থেকে পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে মহাকাশে গিয়েছিলেন নামিরা সালিম। ২০০৮ সালে তিনিই প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে স্কাইডাইভ করেছিলেন। তিনি ইসরোর প্রশংসা করে বলেন, যে উদ্যোগ নিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা, তা শুধু একটা দেশের বিষয় নয়, গোটা বিশ্বই এর ফলে উপকৃত হবে। ইসরো অনেকাংশে সফল হয়েছে। তবে যদি ১০০ শতাংশ সফল হতে পারত, তবে উপকৃত হত সারা বিশ্ব।