অধিগ্রহণ করা ৬৭ একর জমির থেকেই মসজিদের জন্য ৫ একর জমি চাই: মুসলিম পক্ষ
অযোধ্যা: শনিবার সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে। তবে বিরোধ মিটেও যেন মিটতে চাইছে না। এবার নতুন এক দাবি তুললেন কিছু মুসলিম নেতা। সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিতে হবে মুসলিম পক্ষকে। সেই রায়ের প্রেক্ষিতে অযোধ্যা মামলার মুসলিম পক্ষের প্রধান আইনজীবী ইকবাল আনসারি এবং আরও কয়েকজন স্থানীয় মুসলিম নেতা দাবি করেছেন, অযোধ্যায় অধিগ্রহণ করা ৬৭ একর জমির মধ্যেই মসজিদ নির্মাণের জন্যে জমি বরাদ্দ করতে হবে।
প্রসঙ্গত বলে রাখি, ১৯৯১ সালে অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ সংলগ্ন বিতর্কিত ২.৭৭ একর সহ গোটা জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার। আইনজীবী আনসারি দাবি করেছেন, সরকার যদি আমাদের জমি দিতেই চান তবে সরকারের অবশ্যই আমাদের সুবিধার কথাও মাথায় রাখা উচিৎ। আমরা চাই অধিগ্রহণ করা ৬৭ একর জমির মধ্যেই আমাদের জমি দেওয়া হোক। তবেই আমরা তা নেব। নইলে আমরা নেব না। অনেকেই বলছেন, এই জায়গায় বাইরে গিয়ে মসজিদ নির্মাণ করুন। এটি ন্যায্য কথা নয়, বলে জানান আইনজীবী ইকবাল আনসারি।
সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় ঘোষণার পরেই ইকবাল আনসারি বলেন, তাঁরা এই রায় পুনর্বিবেচনার জন্যে আবেদন করবেন না। এদিকে, স্থানীয় মুসলিম ধর্মগুরু মওলানা জালাল আশরাফ বলেছেন, মসজিদ নির্মাণের জন্য মুসললিমরা নিজেরাই জমি কিনতে পারে এর জন্য তাঁরা সরকারের উপর নির্ভরশীল নয়।
অযোধ্যা পুর কর্পোরেশনের হাজি আসাদ আহমেদ বলেছেন, বাবরি মসজিদের বদলে মুসলিম সম্প্রদায় কোনও অন্য জমি চায় না। তিনি বলেন, আদালত বা সরকার যদি মসজিদের জন্য জমি দিতে চায় তবে তাদের অবশ্যই অধিগ্রহণ করা ৬৭ একর জমির মধ্যে থেকেই আমাদের দিতে হবে, আর তা হলে আমাদের ওই অনুদান চাই না।