টাইম ম্যাগাজিনে ‘কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি
নয়াদিল্লি: এই প্রথমবার টাইম ম্যাগাজিন ‘কিড অফ দ্য ইয়ার’ এর নাম ঘোষণা করল। আর প্রথমবারেই এই অনন্য সম্মান পেল ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি রাও। পাঁচ হাজার প্রতিযোগীর মধ্যে তাঁকে বেছে নেওয়া হয়েছে। গীতাঞ্জলির এই কীর্তিতে খুশি ভারতবাসীও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
টাইম ম্যাগাজিনের হয়ে খোদ অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) গীতাঞ্জলির সাক্ষাৎকার নিয়েছেন। গীতাঞ্জলি একজন বিজ্ঞানী এবং আবিষ্কারকও। সে নানা বিষয় নিয়ে কাজ করেছে। জীবাণুযুক্ত পানীয় জল, ওপিয়ড (এক ধরনের অ্যালকালয়েড) আসক্তি, সাইবারবুলিং নিয়ে ভাবনাচিন্তা করেছে।
গীতাঞ্জলির তৈরি ডিভাইসের সাহায্যে পাণীয় জলে পারদ (Lead) রয়েছে কি না তা জানা যাবে। এছাড়া একটি অ্যাপ এবং ক্রোম এক্সটেনশনও তৈরি করেছে সে। যার সাহায্যে সাইবারবুলিং রোখা সম্ভব। আর এজন্যই ৮ থেকে ১৬ বছর বয়সি প্রায় ৫ হাজার প্রতিযোগীর মধ্যে টাইম ম্যাগাজিন গীতাঞ্জলিকে বেছে নিয়েছে।
টাইম ম্যাগাজিনের তরফে বলা হয়েছে, গীতাঞ্জলি বর্তমানের সমস্যাগুলোকে বিজ্ঞানের সাহায্যে সমাধান করেছে। একটি ইন্টারভিউয়ে গীতাঞ্জলি জানিয়েছে, নিজে একজন টিনেজ গার্ল হয়ে সে জানে টিনেজদের ঠিক কোন কোন ধরনের ‘বিয়েভিয়্যারাল প্যাটার্ন’ থাকে। তারা কোনও ভুল করলে তাদের শাস্তি না দিয়ে বিষয়টি নিয়ে তাদের চিন্তা করতে দিলে সম্ভবত ভালো হবে। গীতাঞ্জলির সুচিন্তিত এই বিশ্লেষণ অনেকেই বিস্মিত করেছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শুভেচ্ছার বন্যা বইছে তাঁর জন্য।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

