Monday, June 16, 2025
Latestদেশ

নাবালিকাকে ধর্ষণের পর গুলি করে খুন, মৃত্যু নিশ্চিত করতে জ্বালিয়ে দেওয়া হল দেহ, অভিযুক্ত দুই কনস্টেবল

বক্সার: হায়দরাবাদে তরুণী চিকিৎসক গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সেই রেশ কাটতে না কাটতেই ফের পৈশাচিক ধর্ষণকাণ্ডের খবরে শিউরে উঠল দেশ। এবার রক্ষকই ভক্ষক। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে তারাই দিল বর্বরতার চুড়ান্ত নির্দশন।

বিহারের বক্সারে নাবালিকাকে পৈশাচিক গণধর্ষণের পরও শেষ হল না অত্যাচার। নির্মমভাবে গুলি করে খুন করা হয় ওই  নাবালিকাকে। পরে মৃত্যু নিশ্চিত আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া হল ধর্ষিতার নিথর ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় অভিযুক্ত বিহারের বক্সার ইটারী থানার দুই কনস্টেবল। এই নৃশংস অত্যাচারের ঘটনা সামনে আসতেই ফের ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ।


ঘটনাস্থল থেকে ওই নাবালিকার দগ্ধ মৃত দেহ উদ্ধার করেছে ইটারী থানার পুলিশ। মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একাধিকবার ধর্ষণের পর গুলি করে খুন করা হয় ওই নাবালিকাকে। এতেই শেষ নয় মৃত্যু নিশ্চিত করতে জ্বালিয়ে দেওয়া হয় কিশোরীর দেহ।

নির্ভয়াকাণ্ডের সাত বছর পরেও দেশের চিত্র মোটেও বদলায়নি। গত বুধবার হায়দরাবাদে পশুচিকিৎসককে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে সঙ্গেই একই দিনে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। গোটা দেশে একদিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ, আর একদিকে ঘটেই চলছে একাধিক বর্বোরচিত ধর্ষণ ও খুনের ঘটনা।