Monday, June 16, 2025
Latestদেশ

কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন গিরীশ চন্দ্র মুর্মু

শ্রীনগর: কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন গিরীশ চন্দ্র মুর্মু। বৃহস্পতিবার রাজ ভবনে একটি অনুষ্ঠানে গিরীশ চন্দ্র মুর্মুকে শপথবাক্য পাঠ করান শ্রীনগর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। এদিকে, কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিলেন রাধা কৃষ্ণ মাথুর।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা বাতিলের বিলটি পাশ করা হয়। ৩ মাস পর সেই সিদ্ধান্তই আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকীতে কার্যকর করা হল। বল্লভভাইকে সম্মান জানাতেই আজ জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।


১৯৮৫ সালের গুজরাট ক্যাডারের আইএএস অফিসার গিরীশ চন্দ্র মুর্মু। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মুর্মু সে রাজ্যের প্রধান সচিব ছিলেন। ইতিমধ্যে কেরলের বর্তমান বিজেপি সভাপতি পিএস শ্রীধরন পিল্লাইকে মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে গোয়ার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।