জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে গোয়ায় পাঠানো হল। তাঁর জায়গায় জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হচ্ছে গিরিশচন্দ্র মুর্মুকে। গিরিশচন্দ্র মুর্মু গুজরাট ক্যাডারের একজন আইএএস, তথা নরেন্দ্র মোদীর অত্যন্ত বিশ্বাসভাজন। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন গিরিশচন্দ্র মুর্মু রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। অন্যদিকে, কেন্দ্রশাসিত লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হবে রাধাকৃষ্ণ মাথুরকে।
শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীর এবং লাদাখের নতুন রাজ্যপালের নাম ঘোষণার পাশাপাশি মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করেন শ্রীধরণ পিল্লাইকে।
রাজভবনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন পদের দায়িত্বভারের জন্য যে দিনক্ষণ নির্দিষ্ট হয়েছে সেদিনই প্রত্যেক রাজ্যপাল তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন।
প্রসঙ্গত বলে রাখি, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল মর্যাদা’ তুলে নিয়ে রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল দু’টি হল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।