কংগ্রেসের পরিকাঠামো ভেঙে পড়েছে: গুলাম নবি আজাদ
নয়াদিল্লি: একের পর এক নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়। দলের ভূমিকা নিয়ে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা মুখ খুলেছেন। আগেই সরব হয়েছেন কপিল সিব্বল। এবার সরব হলেন শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি বলেন, আমাদের দলের পরিকাঠামো ভেঙে পড়েছে। আমাদের সেটা গড়ে তুলতে হবে। দলকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ যদি নির্বাচিত হন, তা হলে সব ঠিক চলবে।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গুলাম নবি আজাদ আরও বলেন, শুধু যে নেতৃত্ব পরিবর্তনেই আমরা বিহার বা মধ্যপ্রদেশে জিতব, সেটা ঠিক নয়। এটা তখনই সম্ভব যদি সিস্টেমকে বদলানো যায়।
তিনি অভিযোগ করেছেন, আমাদের নেতাদের নিয়ে মুশকিল হল, দলের টিকিট পেলে প্রথমেই পাঁচতারা হোটেল বুক করেন। সেখানেও বিলাসবহুল জায়গা না পেলে হয় না। এর পর তাঁরা বাতানুকূল গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন। পিচমোড়া রাস্তা ছাড়া কোথাও যান না।
গুলাম নবি আজাদ জানান, ব্লক ও জেলা স্তরের নেতারা মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছেন। কেউ দলে কোনও পদ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের লেটার প্যাড ও ভিজিটিং কার্ড ছাপিয়ে নিয়ে ভাবছেন কাজ করে ফেলেছেন। কিন্তু এখনই তো কাজ শুরু করার কথা।
এর আগে কপিল সিব্বল বলেন, বিহারে নীতিশ কুমারের সরকারের বিকল্প চেয়েছিলেন মানুষ। সেক্ষেত্রে আরজেডিকে বেছে নিতে চেয়েছিলেন তাঁরা। কংগ্রেসকে নয়। সাধারণ মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। দেশের মানুষ কংগ্রেসকে আর বিকল্প শক্তি হিসেবে ভাবছেন না।


