Wednesday, November 19, 2025
দেশ

ওয়াইসির গড়ে থাবা বসালো বিজেপি, হায়দরাবাদে ৭৮টি আসনে এগিয়ে বিজেপি

হায়দরাবাদ: গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের (GHMC) ভোটে আসাদউদ্দিন ওয়াইসিকে বড় ঝটকা দিল বিজেপি। বর্তমানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)-এর দখলে এই পুরসভা। কিন্তু এবার বিজেপি সর্বশক্তি দিয়ে চেষ্টা করে ক্ষমতা দখল করার। ভোট প্রচারে এসেছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা সহ শীর্ষ বিজেপি নেতারা।

বিজেপি এগিয়ে ৭৮ ডিভিশনে অন্যদিকে টিআরএস এগিয়ে ৩২ ডিভিশনে, মিম ১৭ ডিভিশনে। কংগ্রেস এগিয়ে মাত্র ১টি আসনে। মিম ১টি আসনে জয়লাভ করেছে। এই ট্রেন্ড বজায় থাকলে তেলেঙ্গানার রাজনীতিতে গেরুয়া ঝড় বয়ে যাবে।

সারা দেশে ভোটে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে আসাদুদ্দিন ওয়াইসির দল AIMIM। কিন্তু নিজেদের দূর্গ হায়দরাবাদেই তারা বিরাট ধরা খেতে চলেছে। নিজেদের গড় বাঁচাতে পারে কিনা, সেটাই দেখার।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, হায়দরাবাদে বিজেপি ভালো ফল করলে পুরো রাজ্যেই তারা অনেক ভালো ভাবে লড়তে পারবেন। আগামী কয়েক বছরের মধ্যে তেলেঙ্গানায় সরকার গঠন করার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবে বিজেপি।

২০১৬ সালে GHMC নির্বাচনে টিআরএস ১৫০টি ওয়ার্ডের মধ্যে ৯৯টি ওয়ার্ডে জয়লাভ করেছিল। ওয়াইসির AIMIM ৪৪টি ওয়ার্ডে জয়লাভ করেছিল। বিজেপি মাত্র ৩টি ওয়ার্ডে জয়লাভ করেছিল। আর কংগ্রেস মাত্র ২টি ওয়ার্ডে জয়লাভ করেছিল।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।