Friday, October 11, 2024
Latestদেশ

JNU কাণ্ডে দীপিকার ভূয়সী প্রশংসা করলেন পাক সেনার মুখপাত্র

নয়াদিল্লি: জেএনইউ কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় সশরীরে জেএনইউ ক্যাম্পাসে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।  ঐশী ঘোষদের পাশে থেকে বার্তা দেন দীপিকা। ঐশীর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। সে সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারও। দীপিকার এই ‘সাহসিকতা’র প্রশংসায় পঞ্চমুখ হলেন পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

বুধবার দীপিকার প্রশংসা করে আসিফ গফুর টুইট করেন। তিনি লেখেন, পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য দীপিকা আপনাকে সেলাম। কঠিন সময় সাহসিকতার প্রমাণ দিয়ে নিজেকে শ্রদ্ধার আসনে বসিয়েছেন আপনি। সবার ওপরে থাক মানবিকতা #DeepikaPadukon’। সঙ্গে জেএনইউতে পড়ুয়াদের সঙ্গে অভিনেত্রীর কয়েকটি ছবিও পোস্ট করেন পাক সেনার মুখপাত্র।


তবে টুইটে হ্যাশট্যাগ দিতে গিয়ে দীপিকা পাড়ুকোন বানান ভুল করে বসেন পাক সেনার মুখপাত্র। শুরু হয় তীব্র সমালোচনা। টুইটারে গফুরকে নিয়ে শুরু হয় রসিকতা। অবশেষে বাধ্য হয়ে টুইটটিই মুছে দেন তিনি।

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক নালিয়া ইনায়াত জেনারেল আসিফ গফুরকে কটাক্ষ করে তিনি টুইটে বলেন, দীপিকা তোমাকে অভিবাদন, এখন আমাকে ডিলিট এবং আত্মসমর্পণ করতে দাও।