Friday, December 8, 2023
আন্তর্জাতিক

হামাসকে ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠন’ ঘোষণা করলো জার্মানি, তাদের সমর্থনে স্লোগান দিলেই কড়া ব্যবস্থা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে ইসরায়েল-হামাস যুদ্ধ ইস্যুতে উত্তাল গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ইউরোপের দেশ জার্মানি। হামাসকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করলো জার্মানি। 

জার্মানির তরফে সাফ বলা হয়েছে, হামাসের সমর্থনে কোনও ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না। হামাসের সমর্থনে স্লোগান দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইজরায়েলের বিরোধিতা করে হামাসকে সমর্থন করা যাবে না। 

জার্মানির আভ্যন্তরীন মন্ত্রী জানিয়েছেন, হামাস একটি জঙ্গি সংগঠন। তাই তাদের সমর্থন করা যাবে না। জার্মানিতে হামাস পুরোপুরি নিষিদ্ধ সংগঠন।

তিনি আরও বলেন, ইসরায়েলের মত একটি দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে জঙ্গি গোষ্ঠী হামাস। তাই এই জঙ্গি সংগঠন জার্মানিতে বরদাস্ত করা হবে না।