তামিলনাড়ুে ঘূর্ণিঝড় ‘গাজা’র দাপটে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৫
চেন্নাই: তামিলনাড়ুে ঘূর্ণিঝড় গাজার দাপটে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সপ্তাহের শেষে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৫। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী দল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছে যাতে সকলে ত্রাণ বিলির কাজে হাত লাগান। বিভিন্ন জেলায় ত্রাণ পৌঁছনো ও বিলি ঠিকমতো হয়নি বলে অভিযোগ উঠেছে।
রাজ্যের সবচেয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাগাপট্টিনম জেলা। সেখানকার বেদারণ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে মোট ৬০টি ত্রাণ শিবিরে মানুষ আশ্রয় নিয়েছে। ত্রাণ সামগ্রী কম পড়ে গিয়েছে। পুড়ুকোট্টাইয়ের কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড়ের পর সরকারি ত্রাণ পৌঁছয়নি। ফলে জনতা-পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধের খবর পাওয়া গেছে।
Death toll in cyclone #Gaja in Tamilnadu mounts to 45; TN CM Palainiswami says 1.17 lakh houses damaged, over 88000 hectare agricultural land affected due to ‘cyclone’#CycloneGaja pic.twitter.com/0UDNTRx3Lw
— All India Radio News (@airnewsalerts) 18 November 2018
মুখ্যমন্ত্রী পলানিস্বামী জানিয়েছে, প্রায় ১ লাখ ৭০ হাজার গাছ ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে। ৭৩৫টি গবাদি পশু মারা গিয়েছে। মোট ১ লাখ ১৭ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৬টি জেলার ৮৮ হাজার ১০২ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।