ইমরান খান তো পাক সেনার হাতের পুতুল: গৌতম গম্ভীর
নয়াদিল্লি: বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর পাকিস্তানের নানকানা সাহেব গুরুদ্বারে হামলার ঘটনার বিরুদ্ধে ইমরান খানকে তীব্র আক্রমণ করলেন। এক শিখ মেয়ের জোরপূর্বক ধর্মান্তরিত ঘটনায় নানকানা সাহেব গুরুদ্বারে হামলার ঘটনা ঘটে।
শুক্রবার ইমরান খানের ভুয়ো টুইট প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেদেশের সেনাবাহিনীর হাতের পুতুল। ইমরান খান উত্তরপ্রদেশের যোগী সরকারের পুলিশের মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার দেখানোর জন্য একটি ভিডিও শেয়ার করেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টুইট করা ভিডিওটি ভারতের নয়, সাত বছর আগের বাংলাদেশের একটি ঘটনার। পাক প্রধানমন্ত্রী তাঁর ভুল বুঝতে পেরে পরে টুইটটি মুছে ফেলেন।
Death threats and stone pelting to innocent tourists to support forcible conversion of a girl! This is Pakistan and that is why #IndiaSupportsCAA
Meanwhile, Pakistan army’s puppet is busy making a fool of himself by tweeting fake videos. #JagjitKaur #NankanaSahib pic.twitter.com/vkNQhvTWIw
— Gautam Gambhir (@GautamGambhir) January 4, 2020
শনিবার পাকিস্তানের নানকানা সাহেব গুরুদ্বারে হামলা চালায় একদল জনতা এবং শিখ তীর্থযাত্রীদের দিকে পাথর ছুঁড়েছিল তারা। বাইরে লোকেরা পাথর ছুঁড়ে মারছে এমন একটি ভিডিও শেয়ার করে গৌতম গম্ভীর বলেছেন, একটি মেয়েকে জোর করে ধর্মান্তরিত করার জন্য নির্দোষদের উপর পাথর ছোঁড়া হয়েছিল এবং মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল।
গৌতম গম্ভীর বলেন, একজন মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং পাথর ছোঁড়ার ঘটনা শুধু নিন্দাজনক নয়, অপরাধও! সে কারণেই ভারতের উচিত সিএএ-কে সমর্থন করে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর পুতুল জাল ভিডিও টুইট করে নিজেকে বোকা বানাতে ব্যস্ত।