বাংলার কোনও আইনশৃঙ্খলা নেই, জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে সরাসরি মমতাকে তোপ দাগলেন গম্ভীর
নয়াদিল্লি: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর। যদিও, তৃণমূলের দাবি, এই হত্যা কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। কিন্তু, বিজেপি ইতিমধ্যেই মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পালকে নিজেদের সক্রিয় কর্মী বলে জানিয়েছে।
ফেসবুক পোস্টে গৌতম গম্ভীর লিখেছেন, আট বছরের পুত্র সমেত গোটা পরিবারকে অমানবিক, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পশ্চিমবঙ্গের আইন প্রশাসনের এতটাই অবনতি ঘটেছে যে কোনও কিছুর তোয়াক্কা না করেই হত্যালীলা চালানো হচ্ছে। আশা করি, আরএসএস কর্মীর মৃত্যুর কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় দোষীদের শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন না।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি মণ্ডল পাল এবং আট বছরের সন্তান অঙ্গন পালকে দশমীর রাতে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলার বুদ্ধিজীবী মহলের অন্যতম মুখ অপর্ণা সেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইট বার্তায় জানিয়েছেন, অপরাধীদের বিচার করা হোক।
রাজ্যপাল স্বয়ং বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ঘটনা রাজ্যের জন্য রীতিমতো উদ্বেগজনক। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতিরই ছবিই প্রতিফলিত হয়েছে এই ঘটনায়। গোটা ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে তাঁর তরফে।