Sunday, September 15, 2024
দেশ

স্বামী শহিদ সীমান্তে, SSB পরীক্ষায় প্রথম হওয়া স্ত্রী যোগ দিচ্ছেন সেনায়

নয়াদিল্লি: ২০১৭ সালের ডিসেম্বর মাসে ভারত-চিন সীমান্তে আগুন গ্রাসে প্রাণ হারিয়েছিলেন স্বামী লেফটেন্যান্ট প্রসাদ মাহাদিক। এবার স্বামীর পথেই হাঁটছেন স্ত্রী। দেশসেবার লক্ষ্যে ব্রতী হয়েছেন শহিদের ঘরণী। তিনিও যোগ দিতে চলেছেন সেই একই পদে।

স্বামীর মৃত্যুর পরই মানসিক ভাবে ভেঙে পড়েন গৌরি মহাদিক। তবে, মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন ভারতীয় সেনা দলেই যোগ দেবেন তিনি। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে শুরু করেন পড়াশুনা ৷ এসএসবি(SSB) পরীক্ষায় বসেন তিনি ৷ সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ভারতীয় সেনায় যোগ দেওয়ার অপেক্ষায় গৌরি।

মহারাষ্ট্রে ভিরার অঞ্চলের বাসিন্দা গৌরি মাহাদিক এখন চেন্নাইয়ের অফিসারস ট্রেনিং অ্যাকাডেমিতে রয়েছেন। আগামী বছরই লেফটেন্যান্ট হিসাবে বাহিনীতে যোগ দেবেন তিনি।

উকিল হিসেবে নিজের পেশাগত জীবন শুরু করেছিলেন গৌরি। তবে, ২০১৭ সালে স্বামীর মৃত্যুর পর ছেড়ে দেন ওকালতি। ভারতীয় সেনায় যোগদানের লক্ষ্যে শুরু করেন পড়াশুনা। শেষ শ্রদ্ধায় কফিনবন্দি স্বামীকেও সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন গৌরি ৷ অবশেষে, আজ তাঁর সেই স্বপ্ন সফল হলো।