Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

আমেরিকায় মোদীকে স্বাগত জানালেন ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি পদপ্রার্থী তুলসী

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকায় স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রার্থী তুলসী গাব্বার্ড। তুলসি জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর ‘হাউডি মোদী’ ইভেন্টে তিনি থাকতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য তুলসি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার কার্যের ব্যস্ততার জন্যই ওইদিন ইভেন্টে তিনি থাকতে পারবেন না।

তিনি এক ভিডিও মেসেজে মোদীর উদ্দেশে বার্তা পাঠিয়ে বলেছেন, নমস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মীদিকে তাঁর মার্কিন সফরে উষ্ণ অভ্যর্থনা জানাই। আমি দুঃখিত যে আমি ব্যক্তিগত ভাবে সেখানে উপস্থিত থাকতে পারব না; রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার কার্যের জন্য। আমি অত্যন্ত খুশি যে, বহু ভারতীয় মার্কিন সারা দেশ থেকে সেখানে যোগ দেবেন এবং সেই সঙ্গে কংগ্রেস থেকে আমার সহকর্মীরাও সেখানে যাবেন।

তুলসী গাব্বার্ড আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী। দু’দেশের অবশ্যই একসঙ্গে কাজ করে যাওয়া উচিত। যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে পরিবেশ পরিবর্তন, পরমাণু যুদ্ধের মোকাবিলা, পরমাণু নিরস্ত্রীকরণ, আর্থিক উন্নতি হবে।

তুলসী আরও বলেন, যদি দু’দেশ সম্পদ, সাম্য, বিজ্ঞান, স্বাস্থ্য, পরিবেশ, প্রতিরক্ষা ও সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে তাহলে তা এক পুরনো নীতিকেই প্রতিষ্ঠা করবে। সেই নীতি ‘বসুধৈব কুটুম্বকম – অর্থাৎ গোটা বিশ্ব আমার আত্মীয়,আত্মীয়- অর্থাৎ আত্মার সাথে সম্পর্ক। তিনি বলেন, ঘৃণা, গোঁড়ামি, অজ্ঞতা ও কুসংস্কারের জন্য কোনও স্থান নেই।