রমজান মাসে ভোট প্রসঙ্গে বিরোধীদের মোক্ষম জবাব দিল নির্বাচন কমিশন
নয়াদিল্লি: দীর্ঘ প্রতিক্ষার পরে গত রবিবার বিকালে ঘোষণা করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। রমজান মাসে নির্বাচন হওয়ায়, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। এনিয়ে এবার মুখ খুলল কমিশন।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রমজানের মধ্যেই ভোট হবে, কারণ, একমাসের জন্য ভোট পিছিয়ে দেওয়া সম্ভব নয়। তাই সব ধর্মের সমস্ত রকম উৎসবকে মাথায় রেখেই এবারের ভোটের তারিখ ঠিক করা হয়েছে। এ জন্যেই উৎসবের দিনে এবং শুক্রবারগুলিতে ভোটগ্রহণ হবে না।
রমজান মাসে নির্বাচন নিয়ে প্রথম আপত্তি করেন তৃণমূলের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, রমজান মাসে ৭ দফায় ভোট হলে মুসলিমরা সমস্যায় পড়বেন। তৃণমূল নেতার সুরেই কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আম আদমি পার্টির নেতা আমানাতুল্লাহ খানও।
আমানাতুল্লাহ খানের অভিযোগ, কেন্দ্রের শাসকদল বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এই ধরনের সূচি তৈরি করেছে। সেকারণেই সাত দফায় নির্বাচন করানো হচ্ছে। লখনউয়ের মুসলিম ধর্মগুরু খালিদ রশিদ ফিরিঙ্গি বলেন, উপোস করে প্রচণ্ড রোদের মধ্যে মুলসিমদের ভোটে অংশগ্রহণ করা সম্ভবপর নাও হতে পারে।
এদিকে, AIMIM সভাপতি আসাউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, রমজানের সময় কাজ থমকে থাকে না, ভোটেও আপত্তি নেই। হায়দরাবাদের সাংসদ ওয়েইসি বলেন, রমজানের সময় কাজ থমকে থাকে না। তবে ভোটে আপত্তি কেন হবে?