Monday, June 16, 2025
Latestদেশ

গুঁড়িয়ে দেওয়া হল স্বঘোষিত গডম্যান নিত্যানন্দের আশ্রম

আমেদাবাদ: ধর্ষণের অভিযোগ দায়ের হতেই দেশ ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ। এবার আমেদাবাদের হীরাপুরে নিত্যানন্দের আশ্রম গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ। শনিবার থেকে আশ্রম গুঁড়িয়ে দেওয়া শুরু হয়েছে। গুজরাট পুলিশ জানিয়েছে, স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ এখন পলাতক। ধর্ষণের অভিযোগ দায়ের হতেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। নিত্যানন্দের বিরুদ্ধে ছোট ছোট ছেলেমেয়ে ও নাবালিকাদের ধর্ষণ এবং অপহরণ করে আশ্রমে আটকে রাখার মতো একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

বেঙ্গালুরু নিবাসী জনার্দন শর্মার অভিযোগ, তাঁর দুই মেয়েকে আশ্রমে বন্দি করে রেখেছেন নিত্যানন্দ। সেই অভিযোগের ভিত্তিতে ২০ নভেম্বর নিত্যানন্দের আশ্রমে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত গডম্যানের দুই সহকারী ৩০ বছরের হারিণী চেল্লাপ্পান ওরফে মা নিত্যা প্রাণপ্রিয়ানন্দ ও ২৪ বছরের ঋদ্ধি রবিকিরণ ওরফে মা নিত্যা প্রিয়তন্ত্বনন্দকে।

জন্মগতভাবে তামিলনাড়ুর বাসিন্দা নিত্যানন্দের আসল নাম রাজাশেখরান। ২০০০ সালের শুরুর দিকে বেঙ্গালুরুতে একটি আশ্রম খোলেন তিনি। এখান থেকেই তাঁর জনপ্রিয়তার শুরু। ২০১০ সালে একজন অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তার একটি ভিডিও ভাইরাল হয়। পরে ওই অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও করা হয় নিত্যানন্দকে। একাধিকবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এই ধর্মগুরুর।

একাধিক ধর্ষণের অভিযোগ দায়েরের পরই ভারত ছেড়ে পালিয়ে যান নিত্যানন্দ। সেসময় নিত্যানন্দের পাসপোর্ট বৈধ ছিল না। ২০১৮ সালের সেপ্টেম্বরেই পাসপোর্টের বৈধতা শেষ হয়েছে।

সম্প্রতি জানা যায়, আস্ত একটা দ্বীপ কিনে নিজের দেশই তৈরি করে ফেলছেন স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ। সেই দেশের নাম ‘কৈলাস’। নিত্যানন্দের দাবি, এটিই বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র। বিদেশমন্ত্রক সূত্রে খবর, নিত্যানন্দ এখন ঠিক কোথায়, তা জানা নেই।