Monday, June 16, 2025
Latestদেশ

ভারত থেকে পালিয়ে আস্ত দ্বীপ কিনে নিজের দেশ গড়লেন ধর্ষণে অভিযুক্ত ‘নিত্যানন্দ’

নয়াদিল্লি: ধর্ষণ ও ছোট ছেলেমেয়েদের অপহরণ করে আশ্রমে আটকে রাখার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দ নতুন এক দেশ বানিয়ে ফেলেছেন বলে জানা গিয়েছে। তার নতুন এই দেশের নাম দিয়েছেন ‘কৈলাস’। দেশের জন্য তৈরি করেছেন একটি ওয়েবসাইটও ৷ উল্লেখ্য, এই দ্বীপটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত।

ওয়েবসাইট অনুযায়ী, কৈলাসের নিজস্ব পতাকা, পাসপোর্ট ও এমব্লেমও রয়েছে। শীঘ্রই কৈলাসের জন্য একজন প্রধানমন্ত্রীকেও নিয়োগ করবেন নিত্যানন্দ। ওয়েবসাইটে কৈলাসকে ‘বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র বলে বর্ণনা করা হয়েছে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, কৈলাসের কোনও সীমান্ত নেই। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হিন্দু এবং যারা খাঁটি হিন্দুত্ব অনুশীলন করতে পারছেন না, তাদের জন্যেই এই দেশ। নতুন এই রাষ্ট্রে সকলকে বিনামূল্যে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য দেওয়া হবে। মন্দিরভিত্তিক জীবনচর্যাকে ফিরিয়ে আনাই এ রাষ্ট্রের লক্ষ্য। সেখানে থাকবে না কোনও হস্তক্ষেপ, কোনও হিংস্রতা।

ওয়েবসাইট

স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দ ২০০০ সালে বেঙ্গালুরুতে একটি আশ্রম খোলেন। ধীরে ধীরে তার জনপ্রিয়তার বৃদ্ধি পায়। ২০১০ সালে এক অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তার একটি ভিডিও ভাইরাল হয়। পরে ওই অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারও করা হয় নিত্যানন্দকে। একাধিকবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়ায় নিত্যানন্দের। তার বিরুদ্ধে গুজরাট থেকে শিশু অপহরণের অভিযোগ রয়েছে। ২০১৮ সাল থেকে তার বিরুদ্ধে ধর্ষণ, অপ্রাকৃতিক যৌনকর্ম, প্রতারণা সহ বিভিন্ন  মামলা চলছে।

আমেদাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) আরভি আসারি জানিয়েছেন, নিত্যানন্দ বিদেশে পালিয়েছেন বলে তাঁদের কাছে খবর আছে। তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে। তবে বিদেশমন্ত্রকের কাছে এই বিষয়ে রিপোর্ট নেই বলে দাবি করা হয়েছে। বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, গুজরাট পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আমাদের এই বিষয়ে কিছু জানানো হয়নি। কোনও প্রত্যর্পণের অনুরোধও আমাদের কাছে আসেনি।