Thursday, November 7, 2024
দেশ

জ্বালানিতে ‘আচ্ছে দিন’! আরও সস্তা হল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: সাধারণ মানুষের জন্য সুখবর। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমতে থাকায় ফের দাম কমল জ্বালানির। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৩৩ পয়সা কমে লিটার পিছু হয়েছে ৭৩.২৪ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ৩৬ পয়সা কমে হয়েছে ৬৮.১৩ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭৮.৮০ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৭১.৩৩ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ৭৬.০১ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৭১.৯৫ টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে ৭৫.২৪ টাকা এবং ডিজেল ৬৯.৯৮ টাকা।

এর আগে গত ৪ অক্টোবর দিল্লি ও মুম্বাইতে পেট্রোলের দাম বেড়েছিল সর্বোচ্চ। সেই সময় দিল্লিতে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছিল ৮৪ টাকা। মুম্বাইয়ে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছিল ৯১.৩৪ টাকা। তবে বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম ক্রমশ কমার কারণে পেট্রোল-ডিজেলের দাম লাগাতার কমেই চলেছে। জ্বালানির দাম কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।