সুখবর! আরও অনেকটাই দাম কমল পেট্রোল-ডিজেলের
নয়াদিল্লি: মূল্যহ্রাসের ধারা সোমবারেও অব্যাহত জ্বালানিতে। এই নিয়ে গত কয়েক সপ্তাহে অনেকটাই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১৯ পয়সা করে। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে দাম কমেছে লিটার পিছু ১২ পয়সা করে। রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম কমে লিটার প্রতি ৭৬.৫২ টাকা হয়েছে। ডিজেলের দাম কমে হয়েছে প্রতি লিটার ৭১.৩৯ টাকা।
মুম্বাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৮২.০৪ টাকা লিটার প্রতি এবং ডিজেল ৭৪.৭৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৬.৫২ এবং ডিজেলে ৭১.৩৯টাকা। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৭৫.০৫টাকা এবং ডিজেলের দাম কমে হয়েছে প্রতি লিটার ৭৩.২৫ টাকা।
উল্লেখ্য, গত একমাসে লিটার পিছু ৭.৪৮ টাকা কমেছে পেট্রোলের মূল্য। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে যাওয়ায় দাম কমছে পেট্রোল ও ডিজেলের। এই প্রথম ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের নীচে চলে এসেছে। তবে এই মূল্যহ্রাস কতদিন স্থায়ী হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে।