সুখবর! আরও সস্তা হল পেট্রোল ও ডিজেলের দাম
নয়াদিল্লি: গত কয়েকদিনে বেশ অনেকটাই কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। রবিবার সকালও নিয়ে এল সুখবর। ফের আরও কিছুটা কমল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ২১ পয়সা কমে হয় ৭৮.৭৮ পয়সা। অপরদিকে ডিজেলের দাম লিটার পিছু ১৭ পয়সা কমে হয় ৭৩.৩৬ পয়সা।
মুম্বাইতেও কমেছে পেট্রল ও ডিজেলের দাম। সেখানেও পেট্রোলের দাম লিটার পিছু ২১ পয়সা কমে হয় ৮৪.২৮ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ১৮ পয়সা কমে হয় ৭৬.৮৮ পয়সা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮০.৬৮ পয়সা। অপরদিকে ডিজেলের দাম লিটার পিছু ৭৫.২২ পয়সা।
Petrol & diesel prices in #Delhi today are Rs 78.78 per litre (decrease by Rs 0.21) & Rs 73.36 per litre (decrease by Rs 0.17),respectively. Petrol & diesel prices in #Mumbai today are Rs 84.28 per litre(decrease by Rs 0.21) &Rs 76.88 per litre (decrease by Rs 0.18), respectively pic.twitter.com/NdWrcgQ6gY
— ANI (@ANI) 4 November 2018
প্রসঙ্গত, বেশ কয়েক সপ্তাহ আগেও ক্রমেই উর্ধ্বমুখী হয়েছিল পেট্রোল-ডিজেলের দাম। এরপর দু’সপ্তাহ আগেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির হস্তক্ষেপে এই দামের উর্ধ্বগতি খানিকটা নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালে ফের একবার পেট্রোলের দামে কমতি দেখা যায়। দীপাবলির মরশুমে জ্বালানির দামের এই কমতি খানিকটা হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষদেরকে।