Sunday, September 15, 2024
দেশ

সুখবর! টানা ১০ দিন দাম কমল পেট্রল ও ডিজেলের

নয়াদিল্লি: মধ্যবিত্তদের জন্য সুখবর! একধাক্কায় বেশ কিছুটা কমল পেট্রোল ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমল ৪০ পয়সা প্রতি লিটার। পাশাপাশি ডিজেলের দাম কমল ৩৫ পয়সা প্রতি লিটার। শনিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০.৪৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৭৪.৩৮ টাকা।

মুম্বাইয়েও কমেছে জ্বালানির দাম। ৪০ পয়সা কমে মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৫.৯৩ টাকা এবং ৩৭ পয়সা কমে প্রতি লিটার ডিজেলের দাম হল ৭৭.৯৬ টাকা।

বিশ্ববাজারেও তেলের দাম কমেছে। যোগান বাড়ার জন্যই দাম কমছে বলে মনে করা হচ্ছে। এদিন বিশ্ববাজারে দাম পড়েছে ০.৭ শতাংশ। এখন ব্যারেল প্রতি দাম ৭৬.৩৮ ডলার। এই গোটা সপ্তাহে দাম কমেছে ৪ শতাংশ।

গত ৫ অক্টোবর আমদানি শুল্ক কমানোর জেরে লিটার প্রতি  পেট্রলের দাম কমেছে ২.‌৫০ টাকা। ডিজেলের দাম কমেছে লিটার পিছু ১.‌৫০ টাকা। এছাড়া সরকার নিয়ন্ত্রিত তেল সরবরাহকারী সংস্থাগুলোকে লিটারপ্রতি আরও ১ টাকা কমানোর নির্দেশ দেয় কেন্দ্র।