জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
মুম্বাই: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে আবারও পরোয়ানা জারি করল মুম্বাই আদালত। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংস্থা (ইডি) জাকির নায়েকের বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করলে বিচারক পিপি রাজবৈদ্য তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
জাকির নায়েকের বিরুদ্ধে ১৯৩ কোটির বেশি রুপি পাচারের অভিযোগ রয়েছে। গত সপ্তাহে আদালতে জাকির নায়েক তার আইনজীবীর মাধ্যমে দুই মাসের সময় আবেদন করেন। আদালতে ওই আবেদন খারিজ করে দেয়। এরপর জামিন অযোগ্য পরোয়ানা জারির আবেদন করে ইডি। তারপর আদালত তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেন।
অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। সম্প্রতি জাকিরের বিরুদ্ধে মালয়েশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তদন্ত করেছে সেখানকার কর্তৃপক্ষ। মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে জাকিরের বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনতে চাইছে ভারত সরকার।
গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মহম্মদ জানিয়েছেন, জাকির নায়েককে হস্তান্তর করার জন্য নয়াদিল্লি বা মোদীর পক্ষ থেকে কোনও অনুরোধ আমাদের কাছে আসেনি। মোদীর সঙ্গে কথা হলেও তিনি এ বিষয়ে কিছুই বলেননি।