Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক ফ্রান্সের বায়ুসেনার, খতম ৫০ জিহাদি

মালি: মালিতে আল কায়দার ঘাঁটিতে বড়সড় ড্রোন হামলা চালাল ফ্রান্সের বায়ুসেনা। হামলায় খতম ৫০ জনেরও বেশি জঙ্গি। পাশাপাশি, আটক করা হয়েছে চারজনকে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, বুরকিনা ফাসো ও নাইজেরিয়ার সীমান্ত এলাকায় হামলা চালানো হয়। ফরাসি সেনা ড্রোনের সাহায্যে এই হামলা চালায়। মধ্য মালির জঙ্গিদের একটা বিশাল কনভয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই অভিযানে ৫০ জনের বেশি জিহাদিকে খতমের পাশাপাশি প্রচুর অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে প্রায় ৩০টি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।

ফ্রান্সের সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডরিক বারব্রি বলেন, এবার তাঁদের লক্ষ্য গ্রেটার সাহারায় ইসালমিক স্টেট জঙ্গি। তার জন্যে ইতোমধ্যেই ৩,০০০ সেনা প্রস্তুতি নিচ্ছে।

পার্লির দাবি, এই অভিযানে আনসারুল ইসলাম গোষ্ঠী চরম ধাক্কা খেয়েছে। তিনি জানান, এই গোষ্ঠী আইইয়াদ আগ ঘালির নেতৃত্বাধীন জিএসআইএম অ্যালায়েন্সের মাধ্যমে আল কায়দার সঙ্গে যুক্ত।

এর আগে গত জুনে মালিতে বড়সড় সাফল্য পেয়েছিল ফরাসি সেনা। আল কায়দার শীর্ষ নেতা আবদেলমালেক দ্রুকদেলকে খতম করেছিল তাঁরা।