Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

মুসলিম বিদ্বেষের জেরেই ফ্রান্সের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ

প্যারিস: প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট জাঁক শিরাক স্কুলে হিজাব নিষিদ্ধ করে সংসদে আইন পাস করেন। যার প্রতিবাদে প্যারিসে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশে শামিল হন মুসলিম নারীরা।  ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী দল তাদের সমর্থন করে। দাবি জানানো হয় স্কুলের ভেতর ধর্মকে না আনার।

আশির দশকের শেষ দিক থেকে ফ্রান্সে মুসলিম নারীদের হিজাব পরা একটা বড় ইস্যু হয়ে উঠেছিল। মুসলিম সম্প্রদায়ের মানুষকে চিহ্ণিত করা যায় এমন পোশাকের প্রতি বিদ্বেষ প্রকাশ পেতে থাকে। ফ্রান্স সরকার ২০০৪ সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ ঘোষণা করে।

এই নিষেধাজ্ঞা ছিল শুধু মুসলিম মেয়েদের জন্যে। সরকারিভাবে যদিও বলা হয় এই নিষেধাজ্ঞা সব ধর্মের প্রতীকের ক্ষেত্রেই। কিন্তু যারা স্কুল যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিল, তারা সবাই ছিল মুসলিম মেয়ে। ব্যঙ্গবিদ্রূপ ও প্রশ্নবাণে অতিষ্ঠ হয়ে উঠেছিল মুসলিম মেয়েদের জীবন।

সহপাঠী থেকে শুরু করে পথচারী নানা মানুষের তির্যক মন্তব্য মুসলিম মেয়েদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। উল্লেখ্য, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে ফ্রান্সে। দেশটিতে ৫০ লাখ মুসলিম নাগরিক রয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।