ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় ৭৬টি মসজিদ বন্ধ করে দিচ্ছে ফ্রান্স সরকার
প্যারিস: ধর্মীয় চরমপন্থা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া শুরু করেছে ফ্রান্স সরকার। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ধর্মীয় উগ্রবাদ বন্ধের অংশ হিসেবে ৭৬টি মসজিদকে ‘বিচ্ছিন্নতাবাদের’ উৎপত্তিস্থল বলে চিহ্নিত করা হয়েছে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্দেহের তালিকায় থাকায় ওই মসজিগুলিতে অভিযান চালানো হবে। মসজিদে সন্দেহজনক কোন কার্যক্রম চোখে পড়লেই বন্ধ করে দেওয়া হবে। মৌলবাদের সঙ্গে জড়িত বৈধ কাগজপত্রহীন ৬৬ জন অভিবাসীকে বহিষ্কৃত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ফ্রান্সের ২,৬০০টির বেশি মুসলিম প্রার্থনা কেন্দ্রের মধ্যে ৭৬টি মসজিদকে দেশের প্রজাতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপত্তার জন্য হুমকি বলে চিহ্নিত করা হয়েছে।
সম্প্রতি ফ্রান্সে বেশ কয়েকটি মারাত্মক হামলা চালানো হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গত অক্টোবরে ‘ইসলাম সঙ্কটে’ রয়েছে বলে প্রকাশ্যে মন্তব্যও করেন তিনি। এরপরে তাঁর বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে আরব দেশগুলি-সহ প্রায় গোটা মুসলিম বিশ্ব। বয়কট করার ডাক দেয় ফরাসি পণ্য।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

