Friday, March 21, 2025
দেশ

মন্দিরে জঙ্গি হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা

পুঞ্জ: ফের সাফল্য ভারতীয় সেনার। জম্মুর পুঞ্চ জেলার একটি হিন্দু মন্দিরে হামলার ছক বানচাল করে দিল ভারতীয় সেনা। পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় একটি মন্দিরে হামলার ছক কষছিল জঙ্গিরা। নাশকতা চালাতে বিস্ফোরক জমা করেছিল তারা। তবে তাদের পুরো পরিকল্পনাটাই ভেস্তে দিল ভারতীয় সেনা।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার জঙ্গিদের গোপন ডেরায় অভিযান চালায় ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।

পুঞ্জের পুলিশ সুপার রমেশ কুমার জানান, শনিবার আটটা নাগাদ পুঞ্চের মেন্ধরে অভিযান চালিয়ে মহম্মদ ইয়াসিনের দুই ছেলে মুস্তফা ইকবাল এবং মুরতাজা ইকবালকে গ্রেফতার করা হয়। তারা গোপনে পাক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশি জেরায় নাশকতার ছক সম্পর্কে পুলিশকে জানিয়েছে তারা। তারা একটি মন্দিরে হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, কিভাবে গ্রেনেড ছুড়তে হয় সেই সম্পর্কিত ভিডিও মুস্তফার ফোনে পাওয়া গেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে আরি গ্রামের একটি মন্দিরে হামলার চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে সে। পুলিশ জানায়, মুস্তফা ইকবালের ফোনে পাকিস্তানি নম্বর থেকে একটি সন্দেহজনক কথোপকথনও পাওয়া গেছে। মুস্তফাকে জেরার পরে নিয়ন্ত্রণ রেখার বালাকোট সেক্টরের ডবি গ্রাম থেকে আরও দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।