ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ ৪ বিএসএফ জওয়ান
রায়পুর: লোকসভা ভোটের আগে ছত্তিসগড়ে বড় আঘাত হানল মাওবাদীরা। এদিন কাঙ্কেরে টহলদারি বিএসএফ বাহিনীর ওপর হামলা চালায় মাওবাদীরা। হামলায় চার বিএসএফ জওয়ান শহিদ হন। এছাড়া দুজন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানদের পাকানঝোড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় বিএসএফ-এর ১১৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সেখানেই কিছু মাওবাদী ল্যান্ডমাইন ও আইইডি বিস্ফোরক লাগাচ্ছিল। জওয়ানদের দেখে তারা গুলি চালায়। অতর্কিতে এই হানায় চার জওয়ান সেখানেই নিহত হন। আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন।
Four BSF jawans martyred, two others injured in an encounter with Naxals in Kanker district of Chhattisgarh.
— All India Radio News (@airnewsalerts) 4 April 2019
উল্লেখ্য, ২৮ মার্চ বিহারের গয়া জেলায় বিজেপি নেতা অনুজ কুমার সিং-এর বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘর ওড়াতে ডিনামাইট ব্যবহার করেছিল মাওবাদীরা। সেখানে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টারও ফেলে গিয়েছিল তারা।
এই ঘটনায় দিন বারো আগে, ১৬ মার্চ বিহারের গয়া জেলায় আইইডি বিস্ফোরণ ঘটিয়ে স্কুল বাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা।