Sunday, March 16, 2025
দেশ

‘ফৌজিদের একমাত্র পছন্দ বিজেপিই’, দলে যোগ দিয়ে বললেন সেনার প্রাক্তন উপপ্রধান

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন সেনার প্রাক্তন উপপ্রধান লেফটান্যান্ট শরথ চন্দ। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করলেন শরথ চন্দ। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিদেশমন্ত্রী।

বিজেপিতে যোগ দিয়েই শরথ চন্দ বলেন, ফৌজিদের একমাত্র পছন্দ বিজেপিই। তিনি বলেন, সেনার জন্য বিজেপি যা করেছে আর কেউ তা করেনি।

শরথ চন্দ বলেন, কখন রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবিনি। বর্তমান পরিস্থিতিতে দেশে শক্তিশালী নেতৃত্ব দরকার। নরেন্দ্র মোদীকে দেখে উৎসাহিত হয়েছি। মনে হয়েছে, আমিও দেশের জন্য কিছু করতে পারি।