কর্তারপুর করিডর উদ্বোধনে পাক আমন্ত্রণ খারিজ করে দিলেন মনমোহন সিং
নয়াদিল্লি: আগামী ৯ নভেম্বর গুরুনানকের ৫৫০তম জন্মবার্ষিকীর ৩ দিন আগে বহু প্রতীক্ষিত কর্তারপুর করিডর খোলা হচ্ছে। কর্তারপুর করিডরের উদ্বোধনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল পাকিস্তান। মনমোহনকে এজন্য লিখিত আমন্ত্রণপত্রও পাঠানো হবে বলে জানান পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কর্তারপুর করিডর উদ্বোধনে পাক আমন্ত্রণ গ্রহণ করলেন না মনমোহন সিং।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল পিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুরেশি বলেন, কর্তারপুর করিডর উদ্বোধনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানানো হবে। এজন্য মনমোহন সিংকে লিখিত আকারে আমন্ত্রণপত্রও পাঠানো হবে। উনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করেন। ফলে পাকিস্তান যে কর্তারপুর করিডরের উদ্বোধনে মোদীকে আমন্ত্রণ জানাবে না, এটা মোটামুটি ভাবে নিশ্চিত ছিলো। তবে চমক দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানায় ইসলামাবাদ।
কর্তারপুর করিডরের প্রজেক্ট ডিরেক্টর আতিফ মাজিদ জানিয়েছেন, করিডরের ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবর মাসের মধ্যেই বাকি কাজ সম্পূর্ণ হয়ে যাবে পাকিস্তানের কর্তারপুরে দরবার সাহিবের সঙ্গে ভারতের পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক সৌধের সংযোগকারী এই করিডরের। এখানে যেতে হলে পুণ্যার্থীদের কোনও ভিসা লাগবে না।