Friday, March 21, 2025
Latestদেশ

মোদীকে দেখে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে কুস্তিগীর যোগেশ্বর ও হকি তারকা সন্দীপ

নয়াদিল্লি: ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে বিজেপিতে যোগ দিলেন দুই ক্রীড়াবিদ। বৃহস্পতিবার হরিয়ানার রাজ্য পার্টি অফিসে সভাপতি সুভাষ বার্লার উপস্থিতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংহ এবং অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত। এনডিএ শরিক শিরোমণি অকালি দলের বিধায়ক বালকর সিংও এদিন বিজেপিতে যোগ দেন।

বিজেপিতে যোগ দিয়ে ২০১২ সালে অলিম্পিকে ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ এবং ২০১৩ সালে পদ্মশ্রী সম্মান আর ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী যোগেশ্বর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানুষের জন্যে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী যেভাবে গোটা দেশের জন্যে কাজ করে চলেছেন, সেই কাজে আমিও অংশগ্রহণ করতে চাই। মোদী জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে অসাধ্য সাধন করেছেন।

বিজেপিতে যোগ দিয়ে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে তিনি ভীষণ ভাবে অনুপ্রাণিত। প্রধানমন্ত্রীর সততাই তাঁকে বিজেপিতে যোগদান করাতে উৎসাহ জুগিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের প্রশাংসা করে সন্দীপ বলেন, মুখ্যমন্ত্রী যুবকদের জন্য কাজ করছেন। আমার দল যদি মনে করে, আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য, তাহলে আমি নিশ্চয়ই ভোটে লড়ব।

রাজনৌতিক মহল মনে করছে, হরিয়ানায় বিধানসভা ভোটের আগে জনপ্রিয় দুই ক্রীড়াবিদের বিজেপিতে যোগদান অনেকটাই শক্তি বাড়ালো গেরুয়া শিবিরের। জানা গেছে, আসন্ন নির্বাচনে দুজনকেই ভোটের ময়দানে নামাতে চায় বিজেপি। বিজেপি সূত্রে খবর, সোনিপথ থেকে নির্বাচনে লড়াই করতে পারেন অলিম্পিকে পদক জয়ী যোগেশ্বর।