অত্যন্ত সংকটজনক অবস্থায় অরুণ জেটলি, এইমসে যাচ্ছেন অমিত শাহ
নয়াদিল্লি: শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে সিস্টেম রাখা হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে। এইমস হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার প্রাক্তন অর্থমন্ত্রীকে বিশেষ নজরদারিতে এই বিভাগে স্থানান্তরিত করা হয়। এদিন সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। অরুণ জেটলির স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতে এইমসে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ।
গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় জেটলিকে এইমস-এ ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই আইসিইউতে ছিলেন তিনি। তবে আগের থেকে অরুণ জেটলির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গিয়েছে।
এইমস সূত্রে খবর, অরুণ জেটলির শারীরিক অবস্থার উপর প্রতি মুহূর্তে নজর রাখছেন চিকিৎসকরা। নজর রাখা হচ্ছে দলের তরফেও। রিপোর্ট পাঠানো হচ্ছে কেন্দ্রকে।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেই, অর্থমন্ত্রীকে দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিণী কুমার৷