প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদন লাল খুরানা
নয়াদিল্লি: প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদন লাল খুরানা। আরএসএসের সক্রিয় সদস্য মদন লাল দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মদন লাল খুরানা দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে তিনি ইস্তফা দেন। পরে ২০০৪ সালে তাঁকে রাজস্থানের রাজ্যপাল নিযুক্ত করা হয়। ২০০৩ সাল পর্যন্ত মোট ১১ বার তিনি বিধানসভা নির্বাচনে লড়েন। তার মধ্যে ১০ বারই তিনি জয়লাভ করেন। বিজেপির জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।
Former Delhi Chief Minister Madan Lal Khurana passes away in Delhi. pic.twitter.com/i6wmtbl1u8
— ANI (@ANI) 27 October 2018
মদন লাল খুরানা ১৯৩৬ সালের ১৫ অক্টোবর অবিভক্ত ভারতের (বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে) ফয়জলাবাদে জন্মগ্রহণ করেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ করেন। ছাত্রজীবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি।