Tuesday, March 25, 2025
দেশ

৩৭০ ধারা বাতিলের বিরোধিতা, বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করায় সরকারি পদক্ষেপের বিরোধিতা করেছিল কংগ্রেস। তাই দলের অবস্থান মানতে না পেরে কংগ্রেস ছাড়লেন অসমের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভুবনেশ্বর কলিতা।

জানা গেছে, যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারা বাতিল, জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার বিল রাজ্যসভায় পেশ করেন, সেদিনই কংগ্রেস থেকে তাঁর পদত্যাগ গৃহীত হয়। কলিতা ছিলেন রাজ্যসভায় কংগ্রেসের মুখ্য সচেতক। ২০২০-র ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল।

শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে কলিতা আনুষ্ঠিকভাবে বিজেপিতে যোগ দেন।

কংগ্রেস থেকে পদত্যাগ করার ব্যাপারে ভুবনেশ্বর কলিতা বলেনন, জম্মু-কাশ্মীর প্রসঙ্গে মোদী সরকারের গ্রহণ করা ঐতিহাসিক সিদ্ধান্ত কংগ্রেস দল বিরোধিতা করায় দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

মোদী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এক সবল স্থিতিতে উপনীত হয়েছে। তাছাড়া জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫A বাতিল করার পর দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের মানুষের একাত্মতা বৃদ্ধি পাবে বলেও মনে করেন তিনি।