জোর ধাক্কা কংগ্রেসে! হরিয়ানার প্রাক্তন সাংসদ যোগ দিলেন বিজেপিতে
চন্ডীগড়: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। হরিয়ানা থেকে নির্বাচিত প্রাক্তন কংগ্রেস সাংসদ অরবিন্দ শর্মা যোগ দিলেন বিজেপিতে। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারকে বিজেপিতে বরণ করে নেন।
বিজেপিতে যোগদানের পর পরপর তিনবারের সাংসদ অরবিন্দ শর্মা বলেন, যে দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সেই দলে যোগ দিতে পেরে তিনি গর্বিত। এছাড়াও গরিব, কৃষক, দলিত, যুবক, বেকার, মহিলা, সমাজের সব অংশের মানুষের জন্য প্রচুর কাজ করেছে এই দল। তাই চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Delhi: Former Congress MP from Haryana Arvind Sharma joins BJP in presence of Haryana Chief Minister Manohar Lal Khattar pic.twitter.com/KNT9wsaShQ
— ANI (@ANI) 15 March 2019
উল্লেখ্য, ১৯৯৬ সালে হরিয়ানার সোনেপত থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন অরবিন্দ শর্মা। ১৯৯৯ সালে তিনি কংগ্রেসে যোগ দেন।
প্রসঙ্গত, সম্প্রতি সোনিয়া গান্ধীর কাছের লোক বলে পরিচিত টম ভাদাক্কান বিজেপিতে যোগ দিয়েছিলেন।