প্রয়াত হলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষন, শোক প্রকাশ মোদী-মমতার
নয়াদিল্লি: মারা গেলেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন শেষন। রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ চেন্নাইয়ে বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
দেশের নির্বাচনী সংস্কারে শেষনের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা টি এন শেষনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, নির্বাচনী সংস্কার টি এন শেষনের সাহসী পদক্ষেপের জন্যই সম্ভব হয়েছে। তাঁর সিদ্ধান্তের জন্যই ভারতের গণতন্ত্র শক্তিশালী ও অংশগ্রহণমুখী হয়েছে।
Shri TN Seshan was an outstanding civil servant. He served India with utmost diligence and integrity. His efforts towards electoral reforms have made our democracy stronger and more participative. Pained by his demise. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, টি এন শেষনের মৃত্যুতে আমি মর্মাহত। অবাধ এবং সুষ্ঠু ভোট করানোয় আক্ষরিক অর্থেই কিংবদন্তি ছিলেন শেষন। ভারতীয় গণতন্ত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।
১৯৩২ সালে কেরলের পালাক্করে জন্মগ্রহণ করেন শেষন। পদার্থবিদ্যা নিয়ে স্নাতক হয়ে মাদ্রাজ খ্রিস্টান কলেজে তিন বছর অধ্যাপনা করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জন-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার ছিলেন তিনি। ১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ১৯৯৬-র ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শেষন। নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক সংস্কার করেন তিনি। সচিত্র ভোটার পরিচয়পত্র তাঁরই অবদান। ভোট প্রার্থীদের নির্বাচনী আদর্শ আচরণ-বিধিও তাঁরই অবদান। কর্তব্যপরায়ণতার জন্য ১৯৯৬ সালে রমন ম্যাগসাইসাই (এশিয়ার নোবেল পুরস্কার নামে খ্যাত) পুরস্কার পান তিনি।