বিজেপিতে যোগ দিলেন আপ নেতা কপিল মিশ্র, আপের মহিলা শাখার প্রধান রিচা পান্ডে
নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন অরবিন্দ কেজরিওয়াল সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বহিষ্কৃত আপ বিধায়ক কপিল মিশ্র সহ আপ মহিলা শাখার প্রধান রিচা পান্ডে। কপিল মিশ্র ও রিচা পান্ডকে বিজেপিতে স্বাগত জানালেন বিজেপির জাতীয় সহসভাপতি শ্যাম জাজু এবং দিল্লি শাখার সভাপতি মনোজ তিওয়ারি। দিল্লির পান্ত মার্গের বিজেপির দলীয় কার্যালয়ে তাঁদের হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়া হয়।
Shri @KapilMishra_IND and Smt @richapandey from AAP along with their supporters joined BJP in the presence of State President Shri @ManojTiwariMP, National Vice President and BJP Delhi’s Prabhari Shri @ShyamSJaju and other senior leaders.#BJPMembership pic.twitter.com/nqfFgn2iv5
— BJP Delhi (@BJP4Delhi) August 17, 2019
ওই দুই নেতা-নেত্রীকে বিজেপিতে স্বাগত জানিয়ে বলেন মনোজ তিওয়ারি বলেন, আমি কপিল মিশ্র এবং রিচা পাণ্ডেকে বিজেপিতে স্বাগত জানাই এবং আশা করি তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি এবং দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শন অনুসরণ করে দিল্লির সেবা করবেন।
বহুদিন ধরেই কপিল মিশ্রের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা চলছিল। ২০১৭ সালের মে মাসে তাঁকে দিল্লির মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পরে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা শুরু করেন তিনি।
Why I joined BJP?
भाजपा में शामिल हो रहा हूँ
जिससे भारत माता की जय खुलकर बोल सकूं pic.twitter.com/cpssn2fORD— Kapil Mishra (@KapilMishra_IND) August 17, 2019
পরবর্তীকালে, কপিল মিশ্র দিল্লির বহু বিজেপি নেতার ঘনিষ্ঠ হন এবং প্রায়শই প্রকাশ্য অনুষ্ঠানে তাঁদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা যায় তাঁকে।