Thursday, June 19, 2025
Latestদেশ

ফের পাকিস্তানে যেতে চেয়ে কেন্দ্রের কাছে অনুমতি চাইলেন সিধু

অমৃতসর: ‘বন্ধু’ ইমরান খানের আমন্ত্রণে এবার কর্তারপুর করিডর উদ্বোধনে পাকিস্তানে যেতে চাইলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। বন্ধু ইমরানের দেশ পাকিস্তানে যাওয়ার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠিও লিখলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি করে বিতর্কে জড়িয়েছিলেন অমৃসরের কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধু।

৯ নভেম্বর খুলে দেওয়া হবে পাঞ্জাব থেকে করতারপুর যাওয়ার রাস্তা। কর্তারপুর করিডর উদ্বোধনের জন্য কংগ্রেসের প্রতিনিধিদলের তালিকায় ছিলেন না সিধু। তবে ইমরান খান সিধুকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সারা দিয়েই গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কর্তারপুরে যেতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে অনুমতি চাইলেন সিধু।


বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে সিধু লিখেছেন, ধর্মপ্রাণ শিখ হওয়ায় আমার কাছে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মারপুরে যেতে পারাটা বড় সৌভাগ্যের হবে। ঐতিহাসিক এই মুহূ্র্তের সাক্ষী থাকতে চাই আমি।

কর্তারপুর করিডর উদ্বোধন উপলক্ষে ভারত থেকে ৫৫৭ জনের প্রথম দলটি যাচ্ছে পাকিস্তানে। ওই দলের নেতৃত্ব দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। যাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, কেন্দ্রীয়মন্ত্রী হরসিমরত কওর-সহ পাঞ্জাবের একাধিক বিধায়ক ও সাংসদ।