Friday, June 20, 2025
Latestদেশ

মেয়ের শরীরে এত ক্ষত ছিল, যেন তাকে কোনও হিংস্র প্রাণী আক্রমণ করেছিল: নির্ভয়ার মা

নয়াদিল্লি: দীর্ঘ সাত বছর পর, নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসি দেওয়া ৪ দোষীর। মেয়ের খুনিদের সাজা কার্যকর হতে দীর্ঘ আইনি লড়াইকে যন্ত্রণার বলেন নির্ভয়ার মা আশা দেবী।

নির্ভয়ার মা বলেন, সাত বছর ধরে আমি রক্ত অশ্রু ঝড়িয়েছি। আদালতে রায় ঘোষণা করার আগে, নির্ভয়ার মায়ের কাছে দোষী মুকেশ সিংয়ের মা তার ছেলের জীবন রক্ষার আবেদন জানান। নির্ভয়ার মা জবাবে বলেন, আমার মেয়ের সঙ্গে যা হয়েছিল, সেটা আমি কি করে ভুলব?

নির্ভয়ার মা বলেন, যখন মুকেশ সিংয়ের মা তাঁকে আবেদন জানিয়েছিলেন, সেই সময় কোনও আবেগ অনুভব করেননি তিনি। আশা দেবী বলেন, আমাদের মেয়েকে আমরা সবচেয়ে খারাপ অবস্থায় দেখেছিলাম। ৭ বছর ধরে আমি মরে বেঁচে আছি। সাত বছর আগে আমরা আমাদের মেয়েকে হারিয়েছি।

নির্ভয়ার মা বলেন, যে অবস্থায় আমি আমার মেয়েকে দেখেছিলাম, তাঁর শরীর রক্তাক্ত ছিল। তাঁর শরীরে এত ক্ষত ছিল, যেন তাকে কোনও হিংস্র প্রাণী আক্রমণ করেছিল। সাত বছর ধরে রক্তের অশ্রু ঝড়িয়েছি। যদি কেউ ক্ষমা চায় এবং কাঁদে, তাতে আমার কোনও অনুভূতি হয় না। কারণ, সাত বছর কান্নার পর, আমি পাথর হয়ে গিয়েছি। আমি কিছুই মনে করি না।

আশা দেবী বলেন, সাত বছর পর আমার মেয়ে ন্যায় বিচার পাচ্ছে, এই জয় শুধুমাত্র নির্ভয়া এবং তাঁর পরিবারের জয় নয়, এটা দেশের প্রতিটি মেয়ের জন্য ন্যায়বিচার এবং সুরক্ষার প্রশ্ন।