Tuesday, June 24, 2025
Latestদেশ

যাঁরা ভারতমাতাকে ভালোবাসেন, তাঁরা সবাই হিন্দু: মোহন ভাগবত

মুম্বাই: দেশের ১৩০ কোটি মানুষই হিন্দু, এমনটাই দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের। তিনি বলেন, কে হিন্দু, তার একটা নির্দিষ্ট সংজ্ঞা আমাদের রয়েছে। আরএসএস প্রধান বলেন, আমরা মনে করি, যাঁরা এই দেশকে ভালোবাসেন, যাঁরা এই দেশের অগ্রগতি চান, তাঁরা সবাই হিন্দু। সুতরাং, ভারতের ১৩০ কোটি জনগণই হিন্দু।

হায়দরাবাদের সারুর নগরের ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বংয়সেবক সঙ্ঘের বিজয় সংকল্প অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, হ্যাঁ, আমরা এটাই মনে করি। তবে, আপনি আমাদের সঙ্গে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করতেই পারেন। এদিনের অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি স্বয়ংসেবক উপস্থিত ছিলেন।


আরএসএস প্রধান বলেন, ভারতমাতার পুত্র, তিনি যে কোনও অঞ্চলের বাসিন্দা হন, যে কোনও ভাষা বলুন, যে কোনও উপাসনায় বিশ্বাস রাখুন বা কারও পুজোতেই বিশ্বাস না রাখুন তিনি আসলে একজন হিন্দু। এই জন্যই সংঘের কাছে ভারতের ১৩০ কোটি মানুষ হিন্দু সমাজেরই অংশ।

এদিকে, কেন্দ্রীয় সামাজিক বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়াল সংবাদসংস্থা এএনআইকে বলেন, মোহন ভাগবতের মন্তব্যের বিরোধিতা করে বলেন, এমনটা বলা ঠিক হবে না যে সকল ভারতীয়ই হিন্দু। এক সময় ছিল যখন আমাদের দেশে সবাই বৌদ্ধ ছিল। মোহন ভাগবতের কথার অর্থ যদি সবাই ‘ভারতীয়’ হয়, তবে ভালো। আমাদের দেশে বৌদ্ধ, শিখ, হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন, লিঙ্গায়াত ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে।