মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে ৪০জন তারকাকে নামাচ্ছে বিজেপি
ভোপাল: বিজেপি এবার নয়া পরিকল্পনা করছে মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে। স্টার-ফ্যাক্টর কাজে লাগিয়ে বাজিমাত করতে ইতিমধ্যে পরিকল্পনা সারা। বেশ কয়েকজন তারকা প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় রয়েছে একঝাঁক তারকার নাম। ২০০৩ সাল থেকে মধ্যপ্রদেশে একটানা ক্ষমতায় বিজেপি। ২০১৮ সালেও সেই ধারা বজায় রাখতে মরিয়া বিজেপি। আর সেটা মাথায় রেখেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে মরিয়া গেরুয়া শিবির।
মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে থেকে শুরু করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৪০ জন তারকা প্রচারক প্রচার করবেন রাজ্য জুড়ে। তাঁদের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে বিজেপি। তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে। তারকা প্রচারকের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৪০ জন তারকা প্রচারকদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল – নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, স্মৃতি ইরানি, হেমা মালিনী, নিতিন গডকড়ি, শিবরাজ সিং চৌহান, বিজয় রূপানি, দেবেন্দ্র ফড়নবীশ, উমা ভারতী, ধর্মেন্দ্র প্রধান, মুক্তার আব্বাস নকভি, মনোজ তিওয়ারী, কৈলাশ বিজয়বর্গীয় প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০ আসনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ১৯৪টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল করা হয়েছে। বেশ কয়েকজন বিধায়ককে বসিয়ে দেওয়া হয়েছে। অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। আবার অনেকেরই আসন বদলে দেওয়া হয়েছে।