Sunday, June 22, 2025
Latestদেশ

৫৪৯ সাফাইকর্মী পদের জন্য গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ার মিলিয়ে ৭ হাজার আবেদন

কোয়েম্বাটুর: ৫৪৯ গ্রেড-১ সাফাইকর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কোয়েম্বাটুর কর্পোরেশন। তাতে আবেদন করলেন সাত হাজার ইঞ্জিনিয়ার। গ্রেড-১ সাফাইকর্মী পদের জন্য জন্য ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ও স্নাতক পরীক্ষায় পাস করা অনেকেই আবেদন করেছেন। যা দেখে অবাক সরকারী আধিকারিকরা।

গত বুধবার থেকে শুরু হয়েছে বাছাই প্রক্রিয়া। ৭ হাজার আবেদনকারী তিন দিনের জন্য ইন্টারভিউ এবং সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজে হাজির হয়ে গিয়েছেন। ভেরিফিকেশনের সময় দেখা যায়, প্রায় ৭০ শতাংশ আবেদনকারীই উচ্চ শিক্ষিত। বেশির ভাগ আবেদনকারীই ইঞ্জিনিয়ার, পোস্ট-গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা ডিগ্রি রয়েছে। এমনকি, গত দশ বছর ধরে ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ করা শ্রমিকও এই পদে চাকরির জন্য আবেদন করেছেন।

সরকারী আধিকারিকরা জানিয়েছেন, স্থায়ী সরকারী চাকরির আশায় একের পর এক আবেদন জমা পড়েছে। স্নাতক হওয়ার পরও একটা বড় অংশের ছাত্র-ছাত্রী কোনও চাকরি পাননি। যার জেরে বাধ্য হয়েই সাফাইকর্মী হিসাবে চাকরি পাওয়ার জন্য আবেদন করেছেন তাঁরা।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ডোমের জন্য নাম লিখিয়েছিলেন স্নাতকোত্তর পাস করা ছাত্ররা। এবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ঝাড়ুদারের পদে চাকরীর জন্য নাম নথিভুক্ত করেছেন ইঞ্জিনিয়ার, পোস্ট-গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা ডিগ্রিধারীরা।