আদালতের নির্দেশে ত্রিপুরায় ৫২৫ বছর ধরে চলা দুর্গাপূজায় পশুবলির অবসান
আগরতলা: আদালতের নির্দেশে ত্রিপুরায় দুর্গা পূজা উপলক্ষে ৫২৫ বছর ধরে চলে আসা পশুবলি দেওয়ার রীতি এবার বন্ধ হয়ে গেল। ত্রিপুরা হাইকোর্টের রায় মেনে সোমবার মহানবমীর দিন ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গামন্দিরে পশুবলি দেয়া হয়নি।
গত ২৭ সেপ্টেম্বর ত্রিপুরা হাইকোর্ট রাজ্যের বিভিন্ন মন্দিরে পশুবলির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি অরিন্দম লোধের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করে। রায়ে আদালত জানায়, রাজ্যের কোনও মন্দিরে আর পশু বা পাখি বলি দেওয়া যাবে না।
ত্রিপুরার রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গামন্দিরে ৫২৫ বছর ধরে চলে আসছে পশুবলি। তবে এবার দুর্গা মন্দিরে নোটিশে জানিয়ে দেওয়া হয়, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে পশুবলি দেওয়া হবে না। মন্দিরের দেবার্চন বিভাগের আধিকারিক নান্টুরঞ্জন দাস বলেছেন, আমরা হাইকোর্টের নির্দেশ মেনে পশুবলি বন্ধ করেছি।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সুভাষ ভট্টাচার্য পশুবলি বন্ধের দাবিতে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তিনি বলেন, বেদ-উপনিষদ কোথাও লেখা নেই যে, পশুবলি বন্ধ হলে হিন্দু ধর্ম পালনে বাধা তৈরি হবে। এরপরই আদালত নির্দেশ দেয়, রাজ্যের সব মন্দিরে সরকার বা কোনও ব্যক্তি, কেউই পশু বা পাখি বলি দিতে পারবেন না। এর জেরেই এবছর দুর্গাপূজায় ত্রিপুরা রাজ্যে বন্ধ হয়ে গেল পশু ও পাখি বলি দেওয়া।