Sunday, March 16, 2025
দেশ

লালু প্রসাদের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওই মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাভোগ করছেন লালু।

১৪ বছরের জন্য লালুকে হাজতবাসের নির্দেশ দিয়েছিল আদালত। ইতোমধ্যেই তিনি ২৪ মাস জেলে রয়েছেন বলে জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আরজি খারিজ করে দিয়ে বলেছে, ১৪ বছরের তুলনায় ২৪ মাস কিছুই নয়।

লোকসভা ভোটের আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে নিজের জামিনের আবেদন করেছিলেন লালু প্রসাদ যাদব। সিবিআইয়ের পাল্টা দাবি ছিল, শারীরিক কারণে জামিনের কথা বলে আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন লালু প্রসাদ।

সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ জানায়, বন্দি দশাতেও লালুপ্রসাদ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ড থেকে পরিচালনা করছেন। তাই লোকসভা নির্বাচনের আগে লালুপ্রসাদকে জামিন দেওয়া হলে, তিনি তৎক্ষনাৎ নিজের রাজনৈতিক প্রভাব বিস্তার করবেন বলে সুপ্রিম কোর্টে আশঙ্কাপ্রকাশ করেছিল সিবিআই।