Sunday, September 15, 2024
দেশ

শ্রাবণের প্রথম সোমবার, হেলিকপ্টার থেকে লোধেশ্বর মহাদেব মন্দিরে ফুল বর্ষণ (ভিডিও)

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ ২৪ জুলাই। বাংলায় পঞ্জিকা অনুযায়ী ৭ শ্রাবণ, শ্রাবণ মাসের প্রথম সোমবার। সোমবার মানেই মহাদেবের দিন। এই দিন সকল ভক্তরা মহাদেবকে জল অর্পণ করেন। 

সোমবারের এই পুণ্যতিথিতে উত্তরপ্রদেশের বারাবাকির লোধেশ্বর মহাদেব মন্দির ও কানওয়ার যাত্রায় অংশ নেওয়া ভক্তদের ওপর হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়। বারাবাকির জেলা প্রশাসনের তরফে টুইটারে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

দেখুন সেই ভিডিও-