Friday, June 20, 2025
Latestআন্তর্জাতিক

শেখ হাসিনার কনভয়ে হামলা, প্রাক্তন ৫ পুলিশ অফিসারকে ফাঁসির রায়

ঢাকা: ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি এরশাদ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের লালদীঘির ময়দানে তত্‍‌কালীন বিরোধী নেত্রী  ও বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলার রায় প্রদান করা হয়েছে। রায়ে তৎকালীন ৫ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের বিচারক ইসমাইল হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কোতোয়ালী থানার তৎকালীন পেট্রল ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র মণ্ডল (পলাতক রয়েছেন), প্রাক্তন পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, মো. আব্দুলাহ এবং মমতাজ উদ্দিন।

৩২ বছর আগে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদিঘীর ময়দানে আয়োজিত সমাবেশে যাওয়ার পথে শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। এই হামলায় ২৪ জন নিহত হন। আহত হন কমপক্ষে ২০০ মানুষ। সমর্থকেরা তাঁকে ঘিরে রাখায়, অল্পের জন্য রক্ষা পান শেখ হাসিনা।

‘চট্টগ্রাম গণহত্যা’ নামে পরিচিত এই হামলায় নিহতরা হলেন- হাসান মুরাদ, মহিউদ্দিন শামীম. স্বপন কুমার বিশ্বাস, এথেলবার্ট গোমেজ কিশোর, স্বপন চৌধুরী, অজিত সরকার, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডিকে চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, সবুজ হোসেন, কামাল হোসেন, বিকে দাশ, পঙ্কজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দ মিয়া, সমর দত্ত, হাশেম মিয়া, মো. কাশেম, পলাশ দত্ত, আব্দুল কুদ্দুস, গোবিন্দ দাশ এবং মো. শাহাদাত।